শুক্রবার (২৮ শে ফেব্রুয়ারী) বেলা ১১টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৫০ জনকে ফুড প্যাকেজ বিতরণ হয়। ফুড প্যাকেজে চাল ডাল তেল সহ একটি ছোট পরিবারের এক মাসের খাবার বিতরণ করা হয়।
ফুড প্যাকেজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গংগাচড়া মানব কল্যান ফাউন্ডেশন চেয়ারম্যান অধ্যাপক রায়হান সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা মানব কল্যান ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা নায়েবুজ্জামান।
মানব কল্যান ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মোঃ আশরাফুল আলম, পাকুরিয়া শরিফের পীরজাদা
মোঃ ফজলে রাব্বী। সহ SAWAB এর কর্মকর্তা বৃন্দ্ব।
বিশেষ অতিথি জনাব আশরাফুল আলম তার বক্তব্যে বলেন, সমাজ ও রাষ্ট্রেীয় ব্যাবস্থায় ইসলাম প্রতিষ্ঠিত হলে যাকাত ভিত্তিক অর্থ ব্যাবস্থা কামেম হলে সমাজের সকল বৈষম্য দুর হবে ইনশাআল্লাহ।
উপজেলা জামায়াতের আমির নায়েবুজ্জামান তার বক্তাব্যের শুরুতে SWAAB এর কতৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, গংগাচড়ার অবহেলিত মানুষের জন্য রমজান উপলক্ষে ফুড প্যাকেজ বিতরণের জন্য।
তিনি বলেন, মানুষ মানুষের জন্য, সমাজের অভাবি মানুষের মৌলিক চাহিদা পুরন হলো মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের অন্যতম সহজ মাধ্যম। সমনের দিনে SAWAB এর এরকম কর্মকান্ডে আন্তরিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
এবং গংগাচড়ার অবহেলিত মানুষের জন্য কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।
প্রধান অতিথি অধ্যাপক রায়হান সিরাজী তার বক্তব্যে বলেন বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে বিভিন্ন সংস্থা ও সমাজসেবী সংগঠন এরকম সামাজিক কাজ করলেও তা প্রকাশ করতে পারি নাই।
এখন সময় এসেছে বৈষম্য হীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নিজের ভুমিকা রাখার।
সামনের দিনে আল্লাহ তায়ালা যদি কবুল করেন,
জনগনের ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হলে, এই গংগাচড়া তথা রংপুর -১ আসন কে পরিকল্পিত ভাবে বিশেষ অর্থনৈতিক জোন তৈরি করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি
ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট প্রতিষ্ঠার জন্য নিজেকে উৎসর্গ করবেন।