শনিবার (২৮ ফেব্রুয়ারী) রংপুরের গংগাচড়া উপজেলার কিসামত হাবু মাদরাসা মাঠে ” কিসামত হাবু নবজাগরণ সংঘের” উদ্যোগে এক বিশাল ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান, হামদ নাথ কেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কিসামত হাবু কেন্দ্রীয় জমে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মসজিদের পেশ ইমাম ইমতিয়াজের সঞ্চালনায় সন্ধা সারে ৬ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মুল ও আলোচনা শুরু হয়।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলার প্রচার ও মিডিয়া বিভাগের দ্বায়িত্বশীল আশরাফুল আলম, গজঘণ্টা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম স্থানীয় ওয়ার্ড মেম্বার মতিয়ার রহমান এফতারুল প্রমুখ।
আশরাফুল আলম তার বক্তব্যে বলেন, এধরণের ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজের অপসংস্কৃতি দুর করাতে ভুমিকা রাখবে।
তিনি আরো বলেন, ইসলামের গনজোয়ার উঠেছে, বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নিজ নিজ অবস্থান থেকে ভুমিকা রাখতে হবে। জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজীর পক্ষ থেকে সবাইকে সালামও পৌঁছায় দেন তিনি । বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক গংগাচড়া গঠনের লক্ষে অধ্যাপক রায়হান সিরাজীর জন্য দোয়া ও সমার্থন কামনা করেন তিনি।