বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে জামায়াতের ঈদ পুনর্মিলনীতে জননেতা আফজাল হোসাইন রংপুরের গংগাচড়া জামায়াতে’র রিকশা-ভ্যান-অটোচালকদের ঐতিহাসিক ঈদ পুনর্মিলনীর সমাবেশ ও প্রীতিভোজ ঢাকা জেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, আগস্ট বিপ্লবের সুফলে খানিকটা স্বস্তিদায়ক ঈদ: ড. মাদানী সাভার ইউনিয়নে জামায়াতের এমপি প্রার্থীর ঈদের শুভেচ্ছা বিনিময় আশুলিয়ার নাল্লা-পোল্লা বাজারে জামায়াত প্রার্থীর গণসংযোগ শিমুলিয়ায় পারিবারিক দাওয়াতে জামায়াত মনোনীত ঢাকা-১৯ আসনে সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসাইনসহ নেতৃবৃন্দের উপস্থিতি আশুলিয়ায় বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ উদ্বোধন করলেন জামায়াতের ঢাকা-১৯আসনের সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসাইন জামায়াতে ইসলামীর অন্ধ আমির, কিন্তু আলোকবর্তিকা: শাল্লা থানার জামায়াত আমিরের অনন্য নেতৃত্ব রংপুরের গংগাচড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের ‘হেল্প ডেস্ক’-এ হামলার অভিযোগ: উত্তপ্ত চট্টগ্রাম ও রংপুর

অবশেষে জামায়াত সমর্থিত ইউ.পি চেয়্যারম্যান প্রার্থী এ্যাডঃ সামসুল হুদা,তিন বছর পর আইনি লড়াই শেষে,আদালতের রায়ে বিজয়ী হয়ে শপথ নিলেন

খবর বিজ্ঞপ্তির
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ

ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) দীর্ঘ তিন বছর আইনি লড়াই শেষে,আদালতের রায়ের পর রংপুরের গঙ্গাচড়া উপজেলা বড়বিল ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন,এ্যাডঃ সামসুল হুদা।

 

সোমবার (৩ মার্চ) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কনফারেন্স রুমে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

জানা গেছে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬ হাজার ২৩৫ ভোট দেখিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদ চৌধুরী দ্বীপকে চেয়ারম্যান ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সামসুল হুদা পান ৬ হাজার ১০০ ভোট। পরে ভোট কারচুপি হয়েছে এমন অভিযোগ এনে সামসুল হুদা পুনরায় ভোট গণনার জন্য রংপুর নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ আড়াই বছর পর ভোট গণনা শেষে ৪০২ ভোট বেশি পেয়ে সামসুল হুদার পক্ষে রায় ঘোষণা করেন বিচারক।

পরে হাইকোর্টে আপিল করেন শহীদ চৌধুরী দ্বীপ। গত ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রিট পিটিশন খারিজ করে এবং নিম্ন আদালতের রায় বহাল করেন এবং শপথের অনুমতি দেন।

এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার রংপুরের ভারপ্রাপ্ত উপ পরিচালক মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে সোমবার ৩ নং বড়বিল ইউনিয়ন পরিষদের প্রতিস্থাপিত চেয়ারম্যান এ্যাডঃ সামসুল হুদার শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করেন।

শপথ গ্রহণ করে এ্যাডঃ সামসুল হুদা বলেন, আদালতের রায়ে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করায় আমি খুশি এবং মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি। ৩ নং বড়বিল ইউনিয়নের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। তারা তাদের প্রত্যক্ষ ভোটে আমাকে নির্বাচিত করেছে। বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের লোকজন তাদের প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করে। পরে আমি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করি। আজ ৩ বছর ২ মাস ৫ দিন পর শপথ গ্রহণ করলাম, আলহামদুলিল্লাহ।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার আমীর,অধ্যাপক গোলাম রাব্বানী,সেক্রেটারী মাওলানা এনামুল হক,রংপুর মহানগরী সহকারি সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী,গংগাচড়া উপজেলা আমীর মাওলানা নায়েবুজ্জামান,পরশুরাম থানা আমীর এ্যাডঃ মাহবুব আলম,গংগাচড়া সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম,গংগাচড়া ইউনিয়ন আমীর মনিচুর রহমান,বড়বিল ইউনিয়ন আমীর মাওলানা সোহাগ রহমান,সেক্রেটারী মোরসালুন ইসলাম,রংপুর বার এর আইনজীবী,বড়বিল ইউপির সদস্যগন সহ বড়বিল ইউনিয়নের শত শত জনগন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৭ অপরাহ্ণ
  • ৫:১৯ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102