শুক্রবার(৭ মার্চ) সকাল ৯টায় গংগাচড়া মডেল স্কুল মাঠে, রোজাদারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন, জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা।
গংগাচড়া উপজেলা আমীর মাওঃ মোঃ নায়েবুজ্জামান এর সভাপতিত্বে বিতরন পূর্ব আলোচনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর সহকারী সেক্রেটারী ও গংগাচড়া মানব কল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান অধ্যাপক রায়হান সিরাজী, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা নায়েবে আমীর অধ্যাপক তাজ উদ্দিন, উপজেলা সেক্রেটারী মাওঃ সাইফুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার আসাদুল হক, শ্রমিক নেতা মাওঃ শোয়াইবুর রহমান, বেতগাড়ী ইউনিয়ন আমীর শাহ্ আলম, গংগাচড়া ইউনিয়ন আমীর মনিচুর রহমান, বড়বিল ইউনিয়ন আমীর সোহাগ রহমান, আলমবিদিতর ইউনিয়ন আমীর মাওঃ সামিউল ইসলাম, যুবনেতা আব্দুল আউয়াল, জামায়াত নেতা হাফেজ রঈসুল মুফাস্সির প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পুরো দেশে ইনসাফ প্রতিষ্ঠা করে হক্বদ্বারের হক্ব তার বাড়ীতে পৌছিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।
আলোচনা শেষে ১৫০ জন রোজাদারের মাঝে এই ফুড প্যাক বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, হাফ কেজি খেজুর, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, লাচ্ছা সেমাই দেয়া হয়।।ফুড প্যাক হাতে পেয়ে
রোজাদারদের মাঝে আনন্দের ছাপ লক্ষ করা যায়। রোজাদার গন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, এবং জামায়াতে ইসলামীর জন্য প্রান ভরে দোয়া করে।