রংপুরের কাউনিয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম। এ ঘটনায় তিনি কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে আবাদি জমির মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের কারণে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হয়। অভিযুক্তরা হলেন—মোঃ জহির (৪৫) ও মোঃ রাশেদ মিয়া (৩০), যিনি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাকের পিএস ছিলেন।
গত ৮ মার্চ বেলা ১১টার দিকে মোঃ জহির আমিনুল ইসলামের মোবাইল নম্বরে কল দিয়ে নিজেকে ৩নং কুর্শা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা পরিচয় দেন এবং তার সঙ্গে দেখা করতে চান। পরবর্তীতে দুপুর ১২টা ২২ মিনিটে কাউনিয়া ধানাধীন বেইলি ব্রিজ সংলগ্ন কৃষি ডিপ্লোমা কলেজের উত্তর পাশে তাকে ডেকে নেন। সেখানে পৌঁছালে অভিযুক্ত জহির তাকে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত করেন। এসময় সাংবাদিক আমিনুল ইসলাম তার মোবাইল ক্যামেরা চালু করলে অভিযুক্ত জহির তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেন এবং তার সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন।
সাংবাদিক আমিনুল ইসলামের সঙ্গে থাকা সাক্ষী মোঃ নুর ইসলাম আসলাম ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে তার মোবাইলও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।
একইদিন বিকেলে অভিযুক্ত রাশেদ মিয়া আমিনুল ইসলামের মোবাইলে কল দিয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং কাউনিয়ায় সাংবাদিকতা করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় আমিনুল ইসলাম নিজেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।