সোমবার (১০ মার্চ) রংপুরের গঙ্গাচড়া উপজেলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে মসজিদ কমিটি।
আসরের নামাজের পরই অধ্যক্ষ মাওলানা রোকনুজ্জামান ও ডাক্তার আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় রমজানের গুরুত্ব ও তাতপর্য নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলার নির্বাহী অফিসার ও মসজিদ কমিটির সভাপতি মাহমুদ হাসান মৃধা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া ৪নং ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমসন দুলু,মসজিদের পেশ ইমাম অধ্যক্ষ মাওলানা আব্দুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম
সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি
ও ওলামায়ে কেরাম।
অধ্যাপক রায়হান সিরাজী রমজানের গুরুত্ব ও সৌন্দর্য নিয়ে আলোচনা পেশ করেন।
তিনি বলেন রমজান মাস তাকওয়া অর্জনের মাস।
এই রমজান মাসের শিক্ষা নিয়ে বাকী জীবন পরিচালনা র আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথির বক্তব্যে উক্ত মসজিদের উন্নয়নের জন্য তিনি সরকারি বরাদ্দ থেকে তিন লক্ষ টাকা অনুদান দিবেন মর্মে আশ্বাস প্রদান করেন ।