রংপুর জেলার গংগাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শনিবার(১৫ ই মার্চ) রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক মো. রায়হান সিরাজী। তিনি বর্তমানে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. নায়েবুজ্জামান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গঙ্গাচড়া উপজেলা শাখা,গংগাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের দ্বায়িত্বশীল মোঃ আশরাফুল আলম।
প্রধান অতিথি অধ্যাপক রায়হান সিরাজী তার বক্তব্যে বলেন, রমজাম মাস কোরআন নাজিলের মাস, আল কোরআনের শিক্ষাকে ধারন করে সামাজ গঠনের লক্ষে নিজ নিজ অবস্থান থেকে দ্বায়িত্ব পালন করা ইমানের অপরীহার্য দাবি
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সুধীজন, জনশক্তি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানার্থে এই আয়োজন করা হয়েছে, যেখানে ইসলামিক আলোচনা ও ইফতারের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানের সফলতা কামনা করে আয়োজক কমিটির সভাপতি মাও মোতাহার হোসেন সংশ্লিষ্ট সকলকে উপস্থিতি ও সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।