ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
রবিবার(১৬ ই মার্চ) ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৮নং ওয়ার্ডের মাজার রোড ইউনিটের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক মো: মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা জামায়াতে ইসলামীর সাবেক আমির মো: আক্তারুল ইসলাম, ৮নং ওয়ার্ডের সভাপতি মো: আল আমিন লষ্কর, ৩ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মো : হাবিবুল্লাহ ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমজান মাস কোরআন নাজিলের মাস, আল কোরআনের শিক্ষাকে ধারন করে সমাজ গঠনের লক্ষে নিজ নিজ অবস্থান থেকে দ্বায়িত্ব পালন করা ইমানের অপরীহার্য দাবি।
উক্ত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণি মানুষ সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।