রংপুরের গংগাচড়ায় রোজাদারদের মাঝে জামায়াতে ইসলামীর ফুডপ্যাক বিতরণ।
রবিবার (১৬ই মার্চ) বাদ আছর রংপুরের গংগাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্তৃক অসহায় রোজাদারদের মাঝে ফুডপ্যাক বিতরণ করা হয়।
আয়োজক কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে বিকেল ঘটিকায় স্থানীয় মহিপুর কবরস্থান মাঠে এ ফুডপ্যাক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফুডপ্যাক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে,জামায়াতে ইসলামী মনোনীত রংপুর -১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. রায়হান সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গংগাচড়া উপজেলার জামায়াতে ইসলামীর আমীর জননেতা মাওলানা মো. নায়েবুজ্জামান সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দে।
প্রতিটি ফুডপ্যাকে ছিলো চাল ৫ কেজি,তেল ১ কেজি, মসুর ডাল ৫০০ গ্রাম, লবন ১ কেজি,
পিয়াজ ১ কেজি, সেমাই ১ কেজি, চিনি ৫০০ গ্রাম ও আলু ২ কেজি।
ফুডপ্যাক পেয়ে রোজদারদের মাঝে স্বস্তির ছোয়া লক্ষ করা যায়।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা নায়েবুজ্জামান বলেন, ইসলামি সমাজ বিনির্মান হলে, ন্যায়, ইনসাফ
ও জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যাবস্থা চালু হবে। আর জাকাত ভিত্তিক রাষ্ট্রীয় অর্থনিতি চালু হলে সমাজে আর অভাবী লোক থাকবে না ইনশাআল্লাহ।
ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক রায়হান সিরাজী উপস্থিত রোজাদারদের উদ্যেশ্যে বলেন, জামায়াতে ইসলামী তার সাধ্যের মধ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে, আর্ত মানবতার সেবায় কাজ করছে। সমাজের বিত্তবান মানুষকে অসহায় মানুষের সেবায় এগিয়ে আসারও আহবান জানান তিনি ।