মঙ্গলবার (২৫ই মার্চ) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে,এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ প্রার্থী জননেতা অধ্যাপক মো. রায়হান সিরাজী। তিনি বর্তমানে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. নায়েবুজ্জামান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গঙ্গাচড়া উপজেলা শাখা।
প্রধান অতিথি অধ্যাপক রায়হান সিরাজী তার বক্তব্যে বলেন, রমজান মাস কোরআন নাজিলের মাস,এই মাসে কোরআন নাজিল হয়েছে বলে এই মাসের মর্জাদা বৃদ্ধি, এই কোরআনে শাসন ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে চালু হলে রাষ্ট্রের মর্যাদাও বৃদ্ধি পাবে।
রাষ্ট্রেীয় ব্যাবস্থায় ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো ইমানের অপরিহার্য দ্বাবী। আগামী সংসদ নির্বাচনে আল্লাহ তায়ালা যদি আমাকে সংসদ সদস্য হিসেবে কবুল করেন তাহলে রাষ্ট্রীয় ব্যাবস্থায় কোরআন প্রতিষ্ঠায় নিজেকে উতসর্গ করবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের সফলতা কামনা করে আয়োজক কমিটির সভাপতি মাও রফিকুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে উপস্থিতি ও সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।