রংপুরের গংগাচড়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গংগাচড়া উপজেলা রিক্সা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গংগাচড়া উপজেলা রিক্সা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন (গভঃ রেজিস্ট্রেশন নং ৬১) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গংগাচড়া উপজেলা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়নের সম্মানিত সভাপতি মোঃ মেহেদী উল আহসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গংগাচড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শোয়াইবুর রহমান, তিনি তার বক্তব্যে বলেন- স্বাধীনতা অর্জিত হয়েছে কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদ এখনো শ্রমিক,জনতা পায়নি। এর জন্য সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করা জরুরী। নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ট্রেড ইউনিয়নের সকল সদস্যদেরকে নতুন সদস্য বৃদ্ধি করার জন্য জোড়ালো পদক্ষেপ গ্রহণ করার উদাত্ত আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ওবায়দুর রহমান ও ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল আউয়াল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মহিউল ইসলাম, মোঃ আজহারুল ইসলাম, মোঃ তৌহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের ট্রেড ইউনিয়নের নির্বাহী সদস্য এবং সদস্য বৃন্দ।