রংপুর জেলার গংগাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৬ শে মার্চ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দুপুর ২ ঘটিকায় জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা আমীর মওলানা নায়েবুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মওলানা সাইফুল ইসলাম এর পরিচালনায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত রংপুর -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক রায়হান সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা শিক্ষক কল্যান ফেডারেশনের সভাপতি আসাদুল হক মাষ্টার, উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের দ্বায়িত্বশীল মো: আশরাফুল আলম,গংগাচড়া সদর ইউনিয়নের আমীর মনিছুর রহমান, মর্নেয়া ইউনিয়ন সভাপতি মোঃ রেজাউল করিম, গজঘণ্টা ইউনিয়ন সেক্রেটারি মওলানা মোতাহার হোসেন সহ বিপুল সংক্ষক নেতাকর্মী ও সমর্থকগন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বৈষম্য হীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন
১৯৭১ সালের এই দিনে নিজের জীবন বাজিরেখে মুক্তিযুদ্ধে নেমে পরেন। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে পর এই দেশ স্বাধীন হয়।
মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্ন আজো শতভাগ বাস্তবায়ন হয়নি। জাতিকে প্রকৃত মুক্তির স্বাদ দিতে হলে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নাই।
মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ নিয়ে,
বৈষম্য হীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আসন্ন সংসদ নির্বাচনে রংপুর -১ আসন থেকে নির্বাচন করবো।
মহান আল্লাহ তায়ালা যদি কবুল করেন, আমি যদি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাই তাহলে মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্ন বাস্তবায়নে তথা বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নিজেকে উতসর্গ করবো ইনশাআল্লাহ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতি মওলানা নায়েবুজ্জামান সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।