ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়ার শিমুলিয়ায় জামায়াতে ইসলামীর ঈদ উপহার বিতরণ।
রবিবার (২৯ মার্চ) বিকালে শিমুলিয়া ইউনিয়নের জিরানী বাজার এলাকায় মানারাত মাদ্রাসা হলরুমে শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী সমাজ সেবক অধ্যক্ষ মাওলানা মো. মোখরেজুল হোসাইন মুকুল এর সভাপতিত্বে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৮নং ওয়ার্ডের সভাপতি মো. আল-আমিন লষ্করের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বায়তুলমাল সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো. মুফাচ্ছেল হক।
বিশেষ আলোচক হিসেবে আলোচনা রাখেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচন বিষয়ক সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মনিরুজ্জামান মনির।
এ সময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন ‘যে কাজটি ছিল সরকারের, কিন্তু সেটি করছে জামায়াতে ইসলামী। আর্তমানবতার সেবায় ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। ইতোমধ্যে আমরা পুরো দেশব্যাপী ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ ও খাদ্যসামগ্রী বিতরণ চলমান রয়েছে । আমরা অসহায় খেটে খাওয়া দিনমজুরসহ সমাজের সব মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। একাজে সমাজের বিত্তবানদের সহযোগিতা করার আহ্ববান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। আলোচনা সভা শেষে শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বসবাসকারী কিছু পরিবারের সদস্যের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।