বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতে’র গণসংযোগ পক্ষের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায়, জেলা জামায়াতের নিন্দা শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক কল্যান ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পূর্ণমিলনী ঢাকা’র ধামরাইয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী আশুলিয়ার পাথালিয়ায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও ইউনিয়ন অফিস উদ্বোধন সাভারে জামায়াতের ইসরায়েলি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০, নিহত-১ আশুলিয়ার শিমুলিয়ায় জামায়াতে ইসলামীর ঈদ উপহার বিতরণ আশুলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল গংগাচড়ার লক্ষীটারীতে মসজিদ নির্মান কাজের উদ্বোধন গঙ্গাচড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৬ শে মার্চ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০, নিহত-১

রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের শহীদ মিনারের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, বদরগঞ্জ বাজারে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে টিনের ব্যবসা করছেন জাহিদুল ইসলাম। গত মাসে হঠাৎ জাহিদুল ইসলামকে দোকান ছেড়ে দেওয়ার কথা বলেন দোকান মালিক ইতিয়াক বাবু। ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও জাহিদুল ইসলাম দোকানের জামানত বাবদ দেওয়া ৩৫ লাখ টাকা ফেরতের শর্তে ছেড়ে দেওয়ার কথা বলেন। কিন্তু দোকান মালিক জামানতের ওই ৩৫ লাখ টাকা দিতে অসম্মতি এবং দোকান নিজে না ছেড়ে দিলে জোর করে ছাড়িয়ে নেওয়ার হুঁশিয়ারি দেন। এরই প্রেক্ষিতে দোকান মালিক ইতিয়াক বাবু দলবল নিয়ে বুধবার সন্ধ্যায় দোকানঘর ভাংচুরসহ লুটপাট করেন। এ সময় ভাড়াটিয়া ব্যবসায়ী জাহিদুল ইসলাম প্রতিবাদ করলে তাকেও বেধড়ক মারপিট করে আহত করেন। বর্তমানে জাহিদুল ইসলাম বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ব্যবসায়ী জাহিদুল ইসলামের পক্ষ নেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল হক মানিক। জামানতের টাকা না দিয়ে ভাড়াটিয়াকে মারধর এবং দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে শনিবার বদরগঞ্জ শহীদ মিনারের সামনে মানববন্ধন আয়োজন করে বিএনপির শহিদুল হক মানিক গ্রুপ। মানববন্ধনের সময় অতর্কিত হামলা চালায় সাবেক এমপি রংপুর জেলা বিএনপির সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ আলী সরকার গ্রুপ। এর সঙ্গে যোগ দেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর মানিক। হামলা চালিয়ে তারা মানববন্ধনের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং মাইক ভাংচুর করেন। এতে মানববন্ধনকারী মানিক গ্রুপের লোকজন বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকসহ ২০ জন আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শফিকুল ইসলাম, লাভলু হাজী, ময়নাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন লাভলু হাজী পিতা-মৃত মহসিন আলী বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের বাসিন্দা। এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102