বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতে’র গণসংযোগ পক্ষের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায়, জেলা জামায়াতের নিন্দা শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক কল্যান ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পূর্ণমিলনী ঢাকা’র ধামরাইয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী আশুলিয়ার পাথালিয়ায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও ইউনিয়ন অফিস উদ্বোধন সাভারে জামায়াতের ইসরায়েলি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০, নিহত-১ আশুলিয়ার শিমুলিয়ায় জামায়াতে ইসলামীর ঈদ উপহার বিতরণ আশুলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল গংগাচড়ার লক্ষীটারীতে মসজিদ নির্মান কাজের উদ্বোধন গঙ্গাচড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৬ শে মার্চ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাভারে জামায়াতের ইসরায়েলি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহবান জানান -মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, “আমরা ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম জনগণের পাশে আছি এবং তাদের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সমর্থন জানাই।” এছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহবান জানান। সারা বিশ্বের ২০০ কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সকল ধরনের ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে।

সোমবার (৭এপ্রিল) বিকেলে গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাকা জেলার সাভার মডেল মসজিদের সামনে ঢাকা জেলা আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা জেলার আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা অধ্যক্ষ মোঃ আফজাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার পৌর আমীর আজিজুর রহমান ও সাভার থানা আমীর মুহাম্মদ আব্দুল কাদেরসহ বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লীগণ।

বিক্ষোভ মিছিলটি সাভার মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার রেডিও কলোনি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এছাড়া ঢাকা জেলার নবাবগঞ্জ, দোহার ও কেরানীগঞ্জ উপজেলায়ও এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102