গাজীপুর-১ আসনের জনগণকে শাহ আলম বখশীকে সমর্থনের আহ্বান – কাশিমপুর থানা জামায়াতে ইসলামীর আমির ফরহাদ হোসেনের শুভেচ্ছা বার্তা
আলহামদুলিল্লাহ।
গাজীপুর-১ (সংসদীয় আসন-১৯৪) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাবেক সচিব ও খ্যাতিমান প্রশাসক মো. শাহ আলম বখশীকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করায় কাশিমপুর থানা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
কাশিমপুর থানা জামায়াতের আমির মো. ফরহাদ হোসেন এক বিবৃতিতে গাজীপুর-১ আসনের সকল সম্মানিত নাগরিক, ভোটার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, “জনাব মো. শাহ আলম বখশী একজন দক্ষ, দেশপ্রেমিক ও ধর্মনিষ্ঠ ব্যক্তি। তাঁর সুদীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, নৈতিক নেতৃত্ব ও সমাজের প্রতি দায়বদ্ধতাই তাঁকে এ আসনের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে আমাদের এলাকার শান্তি, উন্নয়ন ও মূল্যভিত্তিক রাজনীতির জন্য একজন ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ সেবক হিসেবে যোগ্য নেতৃত্বের প্রয়োজন—সেই শূন্যতা পূরণে জনাব বখশী সাহেবই হতে পারেন সঠিক পথপ্রদর্শক।”
মো. ফরহাদ হোসেন সকল ভোটারদের প্রতি আহ্বান জানান—আসন্ন নির্বাচনে জনাব মো. শাহ আলম বখশীকে সমর্থন দিয়ে গাজীপুর-১ আসনে একটি কল্যাণমুখী ও আদর্শ রাজনীতির ধারা প্রতিষ্ঠা করুন।
আসুন, আমরা সবাই মিলে ন্যায়ের পথে এগিয়ে যাই এবং জনকল্যাণে নিবেদিত একজন দক্ষ প্রতিনিধি নির্বাচন করি। আল্লাহ আমাদের সহায় হোন।