ঢাকা-১৯ আসনের জনগণকে অধ্যক্ষ মো. আফজাল হোসাইনকে সমর্থনের আহ্বান জানিয়ে শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোখরেজুল হোসাইন মুকুলের শুভেচ্ছা বার্তা
আলহামদুলিল্লাহ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংসদ সদস্য পদে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী অধ্যক্ষ মো. আফজাল হোসাইনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী।
অধ্যক্ষ আফজাল হোসাইন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি এবং বর্তমানে ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সুদীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, আদর্শিক বলিষ্ঠতা, দেশপ্রেম এবং সমাজের প্রতি অঙ্গীকার তাঁকে এই আসনের জন্য একজন যোগ্য, বলিষ্ঠ ও জনবান্ধব প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
শুভেচ্ছা বার্তায় শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. মোখরেজুল হোসাইন মুকুল বলেন—
“জনাব আফজাল হোসাইন একজন নিষ্ঠাবান, নীতিবান ও প্রজ্ঞাবান রাজনীতিক। সমাজসেবা, ন্যায়ের পক্ষে অবস্থান এবং নৈতিক নেতৃত্ব প্রদানে তাঁর ভূমিকা আমাদের এলাকার তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে উঠেছে। উন্নয়ন, ইনসাফ ও কল্যাণমুখী রাজনীতির জন্য আমাদের এলাকায় একজন সদা জাগ্রত সমাজসেবকের প্রয়োজন—এই শূন্যতা পূরণে জনাব আফজাল হোসাইন হতে পারেন উপযুক্ত পথপ্রদর্শক।”
তিনি আরও বলেন—
“১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর এই প্রথমবারের মতো শিমুলিয়া ইউনিয়নের কৃতি সন্তানকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংসদ সদস্য পদে মনোনীত করা হয়েছে। এটি আমাদের জন্য গৌরবের বিষয়।”
শুভানুধ্যায়ী, ভোটার ও সম্মানিত নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন—
“আসুন, আমরা সবাই মিলে অধ্যক্ষ মো. আফজাল হোসাইনকে সমর্থন দিয়ে ঢাকা-১৯ আসনে ইনসাফভিত্তিক, কল্যাণমুখী ও আদর্শ রাজনীতির ধারা প্রতিষ্ঠা করি। আল্লাহ তায়ালা আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের তাওফিক দান করুন।”