“সবাই মিলে দিলে কর, দেশ হবে স্বনির্ভর”—এমন জনমুখী ও সময়োপযোগী প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত হলো শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা।
সোমবার (২০ মে) দুপুরে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত এই বাজেট ঘোষণায় ছিল স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয়। বাজেট সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা সাভার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ করিম’এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। বাজেট অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন শরিফুজ্জামান কায়কোবাদ,আশুলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি চ্যানেল আই ঢাকা জেলা প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেন এবং স্থানীয় সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু। আরও উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ করিম, উদ্যোক্তা হাবিবুর রহমান সজীব এবং পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ।
এছাড়াও সভায় স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং জনকল্যাণমুখী কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা মতবিনিময় হয়। অংশগ্রহণকারীরা মনে করেন, এমন উন্মুক্ত বাজেট প্রক্রিয়া গণতন্ত্র চর্চা ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।