সাভার উপজেলা আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের মাজার রোড এলাকার বাসিন্দা মাওলানা মো. ইসমাইল হোসেন সিরাজী’র আয়োজিত পারিবারিক অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. আফজাল হোসাইন।
রবিবার (৮ জুন) রাতে আনন্দঘন এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মনিরুজ্জামান মনির এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. মাওলানা মো. মাহমুদুল হাসান। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান। অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “সামাজিক মূল্যবোধ, ইসলামী আদর্শ ও পারিবারিক বন্ধন দৃঢ় হলে একটি জাতি শক্তিশালী হয়। আমাদের প্রত্যাশা, প্রতিটি পরিবার হবে দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ একটি ঘর।”
এ ধরনের অংশগ্রহণ সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে বলে উপস্থিত সকলে অভিমত ব্যক্ত করেন।