ঢাকা-১৯ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. আফজাল হোসাইন গণসংযোগ করেছেন। সোমবার (৯জুন) বিকেলে সাভার উপজেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের নাল্লা-পোল্লা বাজার এলাকায় তিনি এই গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বাচনী অঙ্গীকার ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তার সঙ্গে ছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজকর্মী মো. মনিরুজ্জামান মনির।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গণসংযোগ কার্যক্রমটি জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানান