সাভার সদর ইউনিয়নের তালতলা বাজারে ঈদ-উল-আযহার সকালে সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন।
রবিবার (৯ জুন) সকাল ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম এবং সাভার থানার সহকারী সেক্রেটারি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম।
সভার সঞ্চালনায় ছিলেন সাভার সদর ইউনিয়ন জামায়াতের আমীর মহররম আলী। স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্তরের জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ আফজাল হোসাইন বলেন, “ফ্যাসিবাদের পতনের পর পরপর দুটি ঈদ আমরা স্বস্তির মধ্যে উদযাপন করেছি। এবার রাস্তাঘাটে এবং গরুর হাটে চাঁদাবাজি তুলনামূলকভাবে কম হওয়ায় সাধারণ মানুষ স্বস্তি অনুভব করছে। জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। সকলের অংশগ্রহণে আমরা একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে চাই।”
তিনি দেশবাসীকে এমন কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।