ঢাকা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাভারে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী।
শুক্রবার (১৩ জুন) সাভারের মামুন কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ড. খলিলুর রহমান মাদানী।
তিনি বলেন, “আগস্ট বিপ্লব ও অন্তর্বর্তী সরকারের ইতিবাচক পদক্ষেপে এবারের ঈদ পূর্ববর্তী সময়ের তুলনায় খানিকটা স্বস্তিদায়ক হয়েছে। তবে এখনো দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে পূর্ণ স্থিতি ফিরে আসেনি।”
ড. মাদানী আরও বলেন, “স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে দেশে একটি পরিবর্তনের সূচনা হলেও, সেই বিজয় এখনো পূর্ণতা পায়নি। চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের কিছু উদ্যোগ আশাব্যঞ্জক।”
তিনি দেশ ও জাতির কল্যাণে পবিত্র ঈদুল আজহার আত্মত্যাগের শিক্ষা নিয়ে দ্বীনি ও সামাজিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসাইন। সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা সেক্রেটারি ও ঢাকা-১৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন।
পুনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা এ বি এম কামাল হোসাইন, মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন, অধ্যক্ষ মো. লুৎফর রহমান, ইমদাদুল হক এবং সাভার পৌর আমির আজিজুর রহমান।
অনুষ্ঠানটি ছিল পারস্পরিক সৌহার্দ্য, মিলন ও ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মিলনমেলা।