ঢাকা জেলা সাভার উপজেলা আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেসিনপাড় হযরত নগরে অবস্থিত ভুমিহীন আবাসন প্রকল্পের সরকারি বরাদ্দকৃত আশ্রায়ণের বসবাসরত ভুমিহীন ৭৫টি পরিবার চরম দুর্ভোগে পড়েছেন। প্রকল্প এলাকায় যাতায়াতের একমাত্র সড়কে নির্মিত কালভার্টের নিচে পানি নিস্কাশনের মুখ বন্ধ করে মাছ চাষ করায় কালভার্ট ও সংলগ্ন পাকা সড়কে ফাটল ধরে দেবে যাচ্ছে। এতে যেকোনো মুহূর্তে কালভার্ট ভেঙে সড়কটি চুরমার হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফলে বিপাকে পড়েছেন প্রকল্পের ভুমিহীন পরিবারগুলো।
এ অবস্থায় কালভার্টের মুখ খুলে দিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে ভুমিহীন পরিবারের সদস্যরা বিক্ষোভ করেছেন। তারা উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
ভুমিহীন পরিবারের অভিযোগ
বিক্ষুব্ধ ভুক্তভোগীরা জানান, সরকারি বরাদ্দকৃত ঘরগুলো প্রকৃত ভুমিহীনদের না দিয়ে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা-কর্মীদের দখলে দেওয়া হয়েছে। অনেকে এসব ঘর ভাড়া দিয়েছেন কিংবা বিক্রি করেছেন। এতে প্রকল্পের পরিবেশ নষ্ট হচ্ছে।
তাদের আরও অভিযোগ, কমিউনিটি হলরুমে ছাগল পালন করা হচ্ছে। বরাদ্দকৃত ঘরে বাইরের ভাড়াটিয়ারা উঠে পড়ায় এলাকায় মাদকসেবন, দেহব্যবসা ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড বেড়েই চলেছে। ফলে প্রকৃত ভুমিহীন পরিবারগুলো নানা ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় দিনযাপন করছেন।
প্রশাসনের হস্তক্ষেপ দাবি
বিক্ষুব্ধ পরিবারগুলো জানান, অবিলম্বে কালভার্টের পানি নিস্কাশন মুখ খুলে দেওয়া এবং প্রকল্পে অনিয়ম-অবিচার বন্ধ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। একই সঙ্গে সরকারি বরাদ্দের প্রকৃত সুফল যেন প্রকৃত ভুমিহীন পরিবারগুলো ভোগ করতে পারে, তার দাবি জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি এই প্রথম বিষয়টি আপনার কাছে জানলাম। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।