
ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজন নিহত ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকায় রহমতুল্লাহর টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম গোলাম রাব্বানী (৪২)। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা ও ওই বাড়ির ম্যানেজার ছিলেন। আহতরা হলেন— ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), ইশরাত জাহান রিয়া (১৮), সোনিয়া আক্তার (৩৫) ও শিশু রোহান (৭)।
স্থানীয়রা জানান, রাতে বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় হঠাৎ ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে ট্যাংকের ঢাকনা উড়ে গিয়ে টিনের চাল ও দেয়াল ভেঙে পড়ে। ঘটনাস্থলেই ম্যানেজার রাব্বানী মারা যান এবং সুইপারসহ আরও কয়েকজন গুরুতর আহত হন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের স্থানীয় ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।