শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

ঢাকা জেলার সাভার উপজেলার ১২টি ইউনিয়নে একযোগে মশক নিধন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় জুম মিটিংয়ের মাধ্যমে উপজেলা প্রশাসনের উদ্যোগে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুর রহমান।

এ সময় উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে স্থানীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিমুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ কামরুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য মোছা. মমতাজ বেগম (৭, ৮, ৯ নং ওয়ার্ড), মিলিয়া খাতুন (৪, ৫, ৬ নং ওয়ার্ড), পারুলী আক্তার (১, ২, ৩ নং ওয়ার্ড), ৮ নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল মান্নান, ৭ নং ওয়ার্ডের সদস্য মো. সাইদুর রহমান, ২নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল আলিম, ৩ নং ওয়ার্ডের সদস্য তারেক আহমেদ হিলারি, ৬ নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের দফাদার লিটন আহমেদসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেচ্ছাসেবক ও এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুজ্জামান বলেন,“ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের মশক নিধন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা অত্যন্ত জরুরি। জনগণের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া এ উদ্যোগ সফল করা সম্ভব নয়।”

উদ্বোধনের পর শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম শুরু করা হয় এবং পর্যায়ক্রমে ইউনিয়নের সব ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়।

স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিতভাবে মশক নিধন কার্যক্রম পরিচালিত হলে মশার উপদ্রব কমবে এবং ডেঙ্গু প্রতিরোধে সহায়ক হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102