ছবি:- একাত্তর ট্রিবিউন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে ও বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানোর প্রতিবাদে তাদের মুক্তির দাবিতে এবং অবরোধ সমর্থনে রাজধানীর পরিবাগ এলাকায় বিএনপির পরিবার ও কল্যাণ বিষয়ক সহ সম্পাদক ডা . দেওয়ান সালাউদ্দিন বাবু ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে মিছিল হয়েছে।
রবিবার(৩নভেম্বর) সকালে ৪৮ ঘন্টা অবরোধের শুরুতে এই মিছিল হয়।
মিছিলটি মোতালেব প্লাজা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিবাগ প্রিয় প্রাঙ্গণের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক তমিজ উদ্দিন,স্বেচ্ছাসেবক দলের দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার সভাপতি সোহেল রানা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুর রহমান সোহেল
যুবদলের এডভোকেট শাহিন রহমান,সেলিম মোল্লা,আরমান হোসেন , ছাত্রদল নেতা শাহরুখসহ শতাধিক নেতাকর্মীগন ।