প্রতিবেদক: গাজীপুর মহানগরীর কাশিমপুর উচ্চ বিদ্যালেয়ের পুকুরে শৌখিন মাছ শিকারদীদের জন্য ছাড়া হলো বড়ো ধরনের বিভিন্ন জাতের মাছ।
মঙ্গলবার (৫ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর কাশিমপুর ফুটবল একাদশের নামে লীজ নেওয়া কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের পুকুরে বড়শি দিয়ে শৌখিন মাছ শিকারীদের জন্য সিরাজগঞ্জ থেকে বিভিন্ন প্রজাতির বড়ো ধরনের মাছ এনে ছেড়ে দেওয়া হয়।
এসময় কাশিমপুর ফুটবল একাদশ এর সহ-সভাপতি ও গাজীপুর মহানগরীর ৬নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো: সাইদুল ইসলাম শাহিন এ প্রতিবেদককে বলেন, আমাদের এ পুকুরটি আমাদের ফুটবল একাদশের নামে লীজ নেওয়া। এ পুকুরটিতে মাছ বড়ো না হওয়ায় বড়ো বড়ো সাইজের মাছ ছাড়া হচ্ছে সিরাজগন্জ থেকে এসব মাছ সংগ্রহ করে ছাড়া হচ্ছে বড়শি দিয়ে শৌখিন মাছ শিকারীদের জন্য। তিনি বলেন আমি নিজেও একজন মাছ শিকারী মাছ শিকার করতে দূর বহুদূর গেলে সময় এবং অর্থ দুটোই অপচয় হয়। তাই শিকারীদের জন্য আমরা কাশিমপুর উচ্চ বিদ্যালয় পুকুরে ২১টি পয়েন্ট নির্ধারণ করেছি। একেকটি পয়েন্টে দুটি করে বড়শি ফেলতে পারবে। এখানে বড়ো সাইজের মাছের মধ্যে রয়েছে রুই, গ্লাস কার্প,কালবইশ, কাতলা,কার্পূ, মির্কা ব্লাড কার্প জাতীয় মাছ ছাড়া হলো। আমরা ১৬ই ডিসেম্বর উপলক্ষে শৌখিন মাছ শিকারীদের জন্য টিকিটের ব্যবস্হা করবো কমিটির ৮সদস্যদের সাথে এবং মাছ শিকারীদের সাথে পরামর্শ করে সময় তারিখ এবং টিকিটের হার নির্ধারণ করে জানাবো।