গাজীপুর -৩ আসনে নৌকা প্রতীককে জয়ী করতে মাঠে নেমেছেন শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ প্রধান। নৌকাকে জয়ী করতে এলাকায় চষে বেড়াচ্ছেন।
জনগণকে স্মরণ করিয়ে দিচ্ছেন বর্তমান সরকারের আমলে বদলে যাওয়া এসব জনপদের কথা। বিভিন্ন এলাকায় জনগণের কাছে ছুটে যান কাউন্সিলর মাসুদ প্রধান।
এ সময় তিনি এলাকাবাসীকে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে সরকারে নিয়ে আসার আহ্বান জানান।
তিনি সাধারণ মানুষকে বলেন, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আপনারা সামনে নির্বাচনে নৌকাকে বিজয়ী করবেন। আপনারা নৌকাকে ভোট দিবেন। আর নৌকা জিতলে শেখ হাসিনা জিতবে।
এবারে জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -৩ আসনে রুমানা আলী টুসি নৌকার মাঝি হয়েছেন। নৌকার মাঝিকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
কাউন্সিলর মাসুদ প্রধান বলেন,আমরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রুমানা আলী টুসি আপাকে নৌকা মার্কার সমর্থনে পৌরসভার ২ নং ওয়ার্ড এলাকায় কাজ করে যাচ্ছি। আমাদের অত্র এলাকার সবাই নৌকাকে বিজয়ী করতে প্রস্তুত। আমরা আগে যেমন নৌকার পক্ষে ছিলাম এখনও নৌকার পক্ষে আছি।