কান্ট্রি এডিটর গোলাম সারোয়ার হত্যা চেষ্টা মামলায় অব্যাহত হুমকি ধমকি ; নিরাপত্তাহীনতায় পরিবার
দৈনিক দেশবাংলা”র কান্ট্রি এডিটর গোলাম সারোয়ার হত্যা চেষ্টা মামলা কাপাসিয়া থানা মামলা নং ( ৯) তারিখ : ১৮.১২.২০২৩ ইং গ্রহন করে। মজার বিষয় হলো ১৯.১২.২০২৩ ইং তারিখে ৩,৪,৫ নং আসামী জামিন নিয়ে। সগৌরবে এলাকায় ফিরে এসে বাদীপক্ষকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ভয়ভীতির ভিডিও করে নিজেদের ফেসবুকে আপলোড করে। এতে গোলাম সারোয়ার পরিবারের লোকজনদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
কর্মচারী কর্তৃক বিশ্বাস ভঙ্গ ও চুরির ঘঠনা জিজ্ঞেস করাকে কেন্দ্র করে গোলাম সারোয়ারকে হত্যা করার চেষ্টা করে।
এদিকে, গড়িমসি করে পুলিশ মামলা নিলেও আসামীদের ধরার কোন চেষ্টাই করছেন। পুলিশের রহস্যজনক ভূমিকার কারনে আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করতে সাহস পাচ্ছে।
কর্মচারী কর্তৃক হত্যা চেষ্টা মামলার আসামীরা প্রকাশ্যে বাজার বাসস্ট্যান্ডে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ বলছে আসামীরা এলাকায় নাই।
প্রতিদিনই আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করায় এবং বাদীপক্ষের পরিবারের লোকজনদের হুমকি দেয়ার কারনে বাদীপক্ষ চরম নিরাপত্তাহীনতা ভুগছেন । লোকজনের কাছে বলিতেছে ” নির্বাচন শেষ হোক তারপর দেখাবে তাদের আসল রূপ ” প্রশাসনের এহেন ব্যার্থতার কারনে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন পরিবারের লোকজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘঠনার সুষ্ঠ বিচারের দাবী করছি।