নীলফামারীর সৈয়দপুরে শরিফা বেগম (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুরের দলুয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, কয়েক বছর আগে উপজেলার কামারপুকুর ইউনিয়নের মধুরামপুর গ্রামের সিরাজুজ্জামানের সঙ্গে বিয়ে হয় একই ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ার বাসিন্দা শরিফা বেগমের। শরিফা তার দ্বিতীয় স্ত্রী। বেশ কয়েকদিন ধরে শরিফার সঙ্গে তার স্বামীর ঝগড়া চলছিল।
আরো পড়ুন মাইকিং করে দুই গ্রামের মধ্যে মারামারির ঘোষণা
মঙ্গলবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর ২৫ জানুয়ারী বৃহস্পতিবার সকালে শরীফার রুম তালাবদ্ধ দেখতে পান স্বজনরা। পরে তারা জানালা দিয়ে দেখতে পান ঘরের আড়ার সঙ্গে শরিফার মরদেহ ঝুলছে। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত ডিউটি ডক্টর তাকে মৃত্যু ঘোষণা করে।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।