রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাহাজাহান হাওলাদারের অর্থায়নে সাইফুল ইসলাম সুইটের নেতৃত্বে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ।
বৃহস্পতিবার(২৫জানুয়ারী) রংপুর নগরীতে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হোসেন মো: ফুয়াদ,মহিদুল ইসলাম, মশিউর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজবাহুল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা'র নির্দেশনায় রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক এর তত্ত্বাবধানে শীতার্ত মানুষদের মাঝে এ কম্বল বিতরণ কর্মসূচি চলছে।