বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি রংপুরের গংগাচড়া জামায়াতে’র রিকশা-ভ্যান-অটোচালকদের ঐতিহাসিক ঈদ পুনর্মিলনীর সমাবেশ ও প্রীতিভোজ ঢাকা জেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, আগস্ট বিপ্লবের সুফলে খানিকটা স্বস্তিদায়ক ঈদ: ড. মাদানী সাভার ইউনিয়নে জামায়াতের এমপি প্রার্থীর ঈদের শুভেচ্ছা বিনিময়

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সামি হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের জিরানী বাজার নিউ মার্কেটের সামনে রবিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী পরিষদ ও সচেতন ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘ব্যাংক লুটেরা এস আলমের অবৈধ নিয়োগ বাতিল করো—ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও আস্থা ফিরিয়ে দাও’ এই স্লোগানে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, চাকরি প্রার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সমাবেশে বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংকের গ্রাহক সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গোহাইলবাড়ী বাজার লালমিয়া সিরাজ মার্কেটের সত্বাধীকারী সংগঠক ও ইসলামী ব্যাংকের বিনিয়োগ গ্রাহক প্রবাসী মো. আবুল হোসেন।

বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শিমুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. মামুন হোসেন,বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাসী মুন্না সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলম হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে ব্যাপক অবৈধ ও অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়েছে, যার ফলে ব্যাংকিং খাতে আস্থা ও স্বচ্ছতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। কেবল চট্টগ্রাম অঞ্চলে ৭ হাজার ২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে ৪ হাজার ৫০০ জনেরও বেশি পটিয়া উপজেলার বাসিন্দা।

এছাড়া বক্তারা জানান, ইসলামী ব্যাংক থেকে ১ লাখ ২০ হাজার কোটি টাকারও বেশি অর্থ বিদেশে পাচার হয়েছে, যা দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে এক নজিরবিহীন দুর্নীতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এস আলম ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এই অবৈধ নিয়োগগুলো সম্পন্ন করেন। অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা যাচাইয়ের জন্য ইসলামী ব্যাংক সম্প্রতি ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর মাধ্যমে মূল্যায়ন পরীক্ষা আয়োজন করে। ওই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৫ হাজার ৩৮৫ জন কর্মকর্তাকে ডাকা হলেও মাত্র ৪১৪ জন অংশ নেন। বাকি ৪ হাজার ৯৭১ জন পরীক্ষায় অংশ না নেওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তাদের ওএসডি করে এবং ৪০০ জনকে চাকরিচ্যুত করে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বক্তারা উল্লেখ করেন, এস আলমের নিয়ন্ত্রণ শুরুর আগে ২০১৬ সালে ইসলামী ব্যাংকের কর্মীর সংখ্যা ছিল ১৩ হাজার ৫০০, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজারে—যার একটি বড় অংশই অবৈধ নিয়োগপ্রাপ্ত।

সমাবেশে সরকারের প্রতি পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়—
১️। ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সব অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে।
২️। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে।
৩️। পাচারকৃত অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে।
৪️। ব্যাংকের ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
৫️। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যাংকিং সেক্টরের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব দাবি বাস্তবায়ন না হলে দেশের বিভিন্ন জেলায় আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাই ব্যাংকের সুনাম, স্থিতিশীলতা ও স্বচ্ছতা রক্ষায় সরকার ও বাংলাদেশ ব্যাংকের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102