সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

জয়পুরহাটে চরম প্রতিদ্বন্দী দুই চেয়ারম্যান প্রার্থীর অনুস্মরনীয় শিষ্টাচার

মাহফুজুল হক ,‌জয়পুরহাট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৫১৪ বার পড়া হয়েছে

অবস্থায় জয়পুরহাট সদর উপজেলার দুই চরম প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থী একই বেঞ্চে বসে হাস্যেজ্জল কুশল বিনিময় ও চা পান করে কিছুটা সময় কাটালেন একান্ত আলাপ চারিতায়। আজ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চায়ের দোকানে এই ঘটানা অবাক বিস্ময়ে উপভোগ করেন উপস্থিত শতশত এলাকাবাসী।

দুই প্রতিদ্বন্দী প্রার্থী হলেন, দুই প্রভাবশালী আওয়ামীলীগ নেতা মটর সাইকেল মার্কার প্রার্থী হাসানুজ্জামান মিঠু ও ঘোড়া মার্কার প্রার্থী আনোয়ার হোসেন। প্রখর রোধ আর তাপদাহের মধ্যে যে যার মতো নির্বাচনী প্রচার-প্রচারনার এক পর্যায়ে আসেন জেলা প্রশাসনে ও নির্বাচন কার্যালয়ে। এরই এক পর্যায়ে চা পানের জন্য কিছুটা আগে-পরে ওই দুই প্রার্থী চায়ের দোকানে। এরপর হাস্যোজ্জল কুশল বিনিময় শেষে একই বেঞ্চে একই সাথে চা পান করতে করতে আন্তরিক আলাপ চারিতায় হাসি-খুশি কিছুটা সময় কাটান তারা। এমন বিরল দৃশ্য উপভোপ করেন বিভিন্ন এলাকা থেকে আসা শতশত মানুষ।

এ ব্যাপারে ওই দুই আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থীরা জানান, কারো সাথে বিবাদে না জড়াতে তারা কর্মী-সমর্থকদের অনুরোধ করেছেন, আগামী ২১ মে, নির্বাচন শেষে তারা আবারো এক সাথে মিলেমিশে থাকতে চান। তবে এ ব্যাপারে তারা ক্যামেরার সামমনে কোন কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

এই দুই নেতার রাজনেতিক শিষ্টাচারর এমন দৃষ্টান্ত অনুস্মরন করা হলে শুধু নির্বাচন কালীন সময়েই নয়, সামজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন উপস্থিত সর্বসাধারন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102