বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি রংপুরের গংগাচড়া জামায়াতে’র রিকশা-ভ্যান-অটোচালকদের ঐতিহাসিক ঈদ পুনর্মিলনীর সমাবেশ ও প্রীতিভোজ ঢাকা জেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, আগস্ট বিপ্লবের সুফলে খানিকটা স্বস্তিদায়ক ঈদ: ড. মাদানী সাভার ইউনিয়নে জামায়াতের এমপি প্রার্থীর ঈদের শুভেচ্ছা বিনিময়

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

আগামী ৫ অক্টোবর ২০২৫ “বিশ্ব শিক্ষক দিবস” উদযাপন উপলক্ষে দেশব্যাপী উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে “গুণী শিক্ষক” নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে, যার মাধ্যমে শিক্ষক সমাজের অবদানকে সম্মান জানানো হচ্ছে।

এই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দোলাপাড়া সপ্রাবি এর সহকারী শিক্ষক মোঃ নুর ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রাথমিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সনদপত্র যাচাই-বাছাই (৩২টি সনদপত্র দেখান),বিভিন্ন তথ্য উপাত্ত,বিভিন্ন ডকুমেন্টারি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন এবং সুপারিশের ভিত্তিতে তিনি ১৪/০৯/২০২৫ উপজেলা পর্যায়ে “গুণী শিক্ষক” নির্বাচিত হন।

পরবর্তীতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সনদপত্র যাচাই-বাছাই, ডকুমেন্টারি পরীক্ষা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও সাক্ষাৎকার প্রক্রিয়ার মাধ্যমে ১৫/০৯/২০২৫ তাকে জেলা পর্যায়ে “গুণী শিক্ষক” হিসেবে নির্বাচিত করা হয়।

১৬ সেপ্টেম্বর ২০২৫খ্রি. রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৮জেলার ৮জন নির্বাচিত “গুণী শিক্ষক” বিভাগীয় কমিশনার, বিভাগীয় উপপরিচালক এবং সহকারী পরিচালক সনদপত্র যাচাই-বাছাই, ডকুমেন্টারি পরীক্ষা নীরিক্ষা এবং মৌখিক পরীক্ষা সম্পন্ন করেন। প্রাথমিক শিক্ষা বিভাগের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে “গুণী শিক্ষক” পরীক্ষায় অংশগ্রহণ করেন।
আশাকরি সেখানেও ১ম স্থান অর্জন করতে পারবে।

দীর্ঘ ১০ বছরের শিক্ষকতা জীবনে মোঃ নুর ই আলম সিদ্দিকী শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বিকাশ, মানবিক মূল্যবোধ চর্চা এবং প্রযুক্তি-নির্ভর শিক্ষণপদ্ধতি, শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের সাথে সুস্পর্ক বজায় রেখে, শিক্ষার্থীদের উন্নত স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করেন এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন।

এছাড়াও তিনি ২০২৪খ্রি. জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং রংপুর বিভাগে ভাইভা দিয়েছেন।

এবারে গুণী শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়েও মনোনীত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

শিক্ষাক্ষেত্রে তার দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা তাকে অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীরা তার এই অর্জনে গর্বিত। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি সেইসঙ্গে প্রত্যাশা করছি জাতীয় পর্যায়ে যেন তিনি প্রথম স্থান অধিকার করতে পারেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102