সাভার (ঢাকা) প্রতিনিধি : পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাভার হাইওয়ে থানার আয়োজনে ওপেন হাউজ- ডে পালিত হয়।
শনিবার (১৮মে) বিকেল সারে ৪টার দিকে সাভার হাইওয়ে থানার হলরুমে রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাভার হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর (এস আই)) বাবুলের উপস্হাপনায় ও সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাভার হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সভাপতি সাহাজুদ্দিন মহাজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশের সদস্য ইয়ার আলী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর (এস আই) জিল্লুর রহমান, কম্পিউটার অপারেটর মো: মোস্তফা কামাল । প্রধান অতিথি বিশেষ অতিথি ও সভাপতির বক্তব্যে তারা বলেন, ওপেন হাউজ- ডেতে বিভিন্ন পরিবহন মালিক ও ড্রাইভার, পথচারী,সাধারন মানুষের সচেতন করনের উদ্দেশে বলেন হাইওয়ে চলমান বিভিন্ন বাস, ট্রাক,থ্রি হুইলার,অটো,সিএনজিসহ রোডে চলাচলারত যানবাহন চলাচলের ক্ষেত্রে তাদেরকে কোন নিয়ম মেনে চলতে হবে, এবং আমরা কোন আইনের পরামর্শ দেবো, সেইসব বিষয় নিয়ে একত্রিত আলোচনা করাই মুল লক্ষ বলে মনে করেন। দেশের প্রচলিত হাইকোর্টের নির্দেশনা মেনে হাইওয়েতে চালকদের গাড়ি চালানোর পরামর্শ দেন, রোডে উল্টা পথে গাড়ি না চালানো এবং ফিটনেসবিহীন গাড়ির এবং প্রকৃত লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার ছাড়া রোডে গাড়ি না চালানোরও পরামর্শ দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সাভার হাইওয়ে থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ বিভিন্ন পরিবহনের মালিক ও ড্রাইভার, সাধারন জনগন ও সাংবাদিকবৃন্দ।