ময়মনসিংহে সাংবাদিকসহ চার জনের বিরুদ্ধে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খারিজ।
দৈনিক প্রতিদিনের কাগজ এর সম্পাদক মন্ডলীর সভাপতি এ বি এম আনিছুজ্জামান এমপি, প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক, ত্রিশাল প্রতিনিধি রেজাউল করিম রেজা ও জাতীয় শ্রমিক লীগের নেতা মাজাহারুল ইসলাম সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার করেছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সাংসদ হাফেজ রুহুল আমিন মাদানির পুত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মাহমুদ। আজ (১৪ মে-২০২৪) ময়মনসিংহ বিভাগীয় সাইবার ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) বজলুর রহমান শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন।
গত ১২ই মার্চ দৈনিক প্রতিদিনের কাগজে “ত্রিশালে মাদক সন্ত্রাসের নেপথ্যে তিনজন” শীর্ষক সংবাদ ছাপা হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ওই প্রতিবেদনে মাদানী পুত্র হাসান মাহমুদকে ত্রিশালে মাদকের মূলহোতা হিসেবে চিহ্নিত করায় তিনি মামলার আবেদন করেন। সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলার খবরে সর্বত্র বাদ, প্রতিবাদ, নিন্দার ঝড় উঠে। মামলা হয়রানির চেষ্টাকারীর শাস্তিরও দাবি জানানো হয়।