দুর্গাপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর ) আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম দাখিল করেন তিনি। এ সময় তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে মনোনয়ন ফরম দাখিল করেন বলে অভিযোগ উঠেছে।
অসংখ্য নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শোডাউন বা শোভাযাত্রা করতে করতে সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন ফরম জমা দেওয়ার বিষয়টি আচরণ বিধির ২০০৮ এর ৮ (খ) ১১ (ঘ) এ গুরুতর লঙ্ঘন বলে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মোটরসাইকেল ও জীপগাড়ি নিয়ে শোডাউন দিয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম দাখিল করেন। এর আগে থেকেই উপজেলা পরিষদ চত্বরে বিপুলসংখ্যক নেতাকর্মী অপেক্ষা করতে দেখা গেছে। পরে আব্দুল ওয়াদুদ দারা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে গাড়ি থেকে নেমে দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রবেশ মুখেই পথসভায় বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে আচরণবিধি লংঘন করার বিষয়টি নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল করিমের কাছে মনোনয়ন ফরম দাখিল করেন দারা।
মনোনয়ন ফরম দাখিল শেষে সাংবাদিকদের কাছে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আব্দুল ওয়াদুদ দারা।
মোটরসাইকেল শোডাউন ও বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন ফরম দাখিল করতে গিয়ে নির্বাচনে আচরণবিতে লঙ্ঘন হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে দারা বলেন, নেতাকর্মীরা বিষয়টি না বুঝেই উপস্থিত হয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকা হবে।