আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৫, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী, দুই-দুই বারের নির্বাচিত বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক- মনোনয়নপত্র দাখিল করেন।
বৃহস্পতিবার, (৩০ শে নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি, পৌর মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া’কে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং বিমলেন্দু কিশোর পাল কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়ন জমা দানের সময়ে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার লিয়াকত আলী, মাষ্টার রুহুল আমিন,
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজেদুল করিম,কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আবু হায়দার, সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিন, ছোট মহেশখালী ইউপি সাবেক চেয়ারম্যান জিহাদ বিন আলী, হোয়ানক ইউপি সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম, বড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মিয়া বাঁশি, উপজেলা আওয়ামীলীগ, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগে’র সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।