দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে এলাহী’র কাছে প্রার্থীগন মনোনয়নপত্র জমা দেন। ৬ প্রার্থীর মধ্যে ৪র্থ বারের মত মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, জেলা আওয়ামী লীগের সদস্য আবু হুসাইন বিপু, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহিনুর ইসলাম বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আবদুল হক ও ন্যাশনাল পিপলস পার্টির মো: জহুরুল ইসলাম।