দিনব্যাপী ছড়া ও কবিতা আবৃত্তি নৃত্য ও সংগীত পরিবেশনের মধ্যদিয়ে দিনাজপুরের বীরগঞ্জে শিখন শিকড় কেন্দ্রর শিশুদের গ্র্যাজুয়েশন উৎসব পালন করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির সহযোগিতায় রবিবার দিনব্যাপী বীরগঞ্জ শালবন মিলনায়তনে লার্নিং রুটস শিশুদের নিয়ে উক্ত গ্রাজুয়েশন উৎসব পালন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে জুনিয়র প্রোগ্রাম অফিসার অনিন্দিতা কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, মোঃ এনামুল ইসলাম, বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা,
শিশু সুরক্ষা অফিসার গোল্ডেন সরকার, মানকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতেন্দ্রনাথ রায়, সেন্টার ম্যানেজমেন্ট কমিটির প্রতিনিধি বেলী বেগম, ভিলেজ ডেভলপমেন্ট কমিউনিটির প্রতিনিধি পারুল বেগম এবং শিশু অভিভাবক লাইলী খাতুন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ
শিশুদের ও অভিভাবকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন ও ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ প্রদান করেন এমন একটি সুন্দর উদ্যোগ নেয়ার জন্য। শিশুদের নাচ, গান, আবৃত্তি, ছড়া অনুষ্ঠানটিকে আরো প্রানবন্ত ও মুখরিত করে তোলে। শিশুদের মাঝে উৎসাহ দেওয়ার জন্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ৮০জন গ্রাজুয়েটেড শিশু ও তাদের অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। এই বছর মোট ৪০১জন এল আর শিশু গ্রাজুয়েটেড হয় এবং তারা আগামী ১লা জানুয়ারি প্রাথমিক
বিদ্যালয়ে ভর্তি হবে।