আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন
সোমবার (১৮ডিসেম্বর) সন্ধ্যায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ (সাভার-আশুলিয়া) র আওয়ামী লীগের নৌকা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী ত্রাণ ও দূর্যোগ ব্যাবস্হাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপির নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।
ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কলতাসূতী বাড়ল এলাকায় নৌকা মার্কার অফিস উদ্বোধন করা হয়।
আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহরাফ হোসাইনের সঞ্চালনায় নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধানবতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্বাস পালোয়ান।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ কাদের শিকদার, সাভার উপজেলার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, শিমুলিয়া ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান শিমুলিয়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি পদপ্রার্থী নেওয়াজ পালোয়ান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা ছাত্র লীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রাব্বী হাসান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো: শামীম সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সকল সহযোগী সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী ও সমর্থকরা ।
অফিস উদ্বোধন ও দোয়া অনুস্ঠানটি শেষে তবারক বিতরণ করা হয়।