সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার নিজপাড়া ইউনিয়নের গোলাপগঞ্জে হোপ ফর চিলড্রেন এর আয়োজনে প্রাক বড়দিন পালন করা হয়। এ উপলক্ষে হোপ ফর চিলড্রেন এর অফিসের প্রধান অফিস প্রাঙ্গণে কেককাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংস্থাটির বিনামূল্যে টিউশন প্রোগ্রামের প্রায় ৪৫০ জন শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এসময় অতিথি হিসেবে নিজপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলিমুদ্দীন, খলসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ রায়,বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গোলাম সারোয়ার, বিওয়াইএফসি বীরগঞ্জ এর প্রজেক্ট ম্যানেজার সম্রাট বেপারী, হোপ ফর চিলড্রেন বীরগঞ্জ উপজেলার প্রজেক্ট এর কো অর্ডিনেটর হাবেল হেমরম,বাংলাদেশ খ্রিস্টান এ্যাসেসিয়েশন বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিলয় রায়, বিলিভারস্টান চার্জের জেলা প্রধান ডিকন রতন মুরমু সহ আর অনেকেই উপস্থিত ছিলেন।