ঢাকার আশুলিয়ায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসনে (সাভার-আশুলিয়া) আসনে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ নির্বাচনী প্রচারণায় দীর্ঘ ১০ বছর পর আবারও ভোটারদের ভালোবাসায় সময় পার করছেন তিনি।
শুক্রবার (২২ডিসেম্বর) আশুলিয়ার চাঁনগাও এলাকায় উঠান বৈঠকে অনুষ্ঠিত হয় । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ। তিনি বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার ঈগল মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন । আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। উঠান বৈঠক শেষে চানগাওয়ের আমতলায় একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি । এসময় উপস্থিত ছিলেন ইয়াকুব মাদবর সাবেক যুগ্ন আহবায়ক আশুলিয়া ইউনিয়ন যুবলীগ,মনির হোসেন সহ ঈগল মার্কার কর্মী সমর্থক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।