গাজীপুরের কাপাসিয়া কর্মচারী কর্তৃক বিশ্বাস ভঙ্গ ও চুরি করার কথা জিজ্ঞেস করায় দৈনিক দেশবাংলা পত্রিকার কান্ট্রি এডিটর গোলাম সারোয়ারকে মেরে ফেলার উদ্দেশ্যে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করে।
এ ব্যাপারে কাপাসিয়া থানায় মামলা করা হয়। মামলা নং – ৯ তারিখ ১৮/১২/২০২৩ ইং।
১ নং আসামী জাহাঙ্গীর খান ও ২ নং আসামী রুহুল হাওলাদার পলাতক আছে। ৩,৪,৫ নং আসামী জামিনে আছে। ৩ নং আসামী আরিফ ৪ নং আসামী সাদিক ও ৫নং আসামী ছোট জাহাঙ্গীর।
আসামীদের সাথে কিছু পুলিশ অফিসার ও ওসির (টু-আইসি) আনসার সদস্যে সাথে সখ্যতা থাকার কারণে মামলার সমস্ত খবরাখবর আসামীদের কাছে পৌঁছে যায়। পুলিশ সদস্যরা ফ্রি ইন্টারনেট সার্ভিস নেয় তাদের কাছ থেকে। ৪ নং আসামী কাপাসিয়া থানার নাশকতা মামলার আসামী হয়েও থানার কিছু সুবিধাভোগী পুলিশ সদস্য তাকে গ্রেফতার করেনা বলে অভিযোগ আছে।
উপজেলা ভাইস চেয়ারম্যানের মাধ্যমে এমপিকে দিয়ে ও থানায় তদবির করিয়েছেন বলেও বিশ্বস্ত সুত্রে জানা যায়।
ক্ষমতাসীন দলের হস্তক্ষেপের কারনে পুলিশ সঠিক তদন্ত করতে পারছেনা।
গত ১২ তারিখ রাত ৯.৩০ মিনিটের দিকে সোলাইমান মাস্টারের বাড়ির পশ্চিম পাশে ৪/৫ জন লোক গোলাম সারোয়ারের উপর অতর্কিত ভাবে হামলা মারাত্মক ভাবে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের তাজউদ্দীন মেডিকেলে স্থানান্তর করে।