মহেশখালী উপজেলায় উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রোববার বিকালে ৪ টায় মহেশখালী প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দৈনিক ইত্তেফাকের মহেশখালী সংবাদদাতা, সিনিয়র সাংবাদিক আবুল বশর পারভেজ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী।
মহেশখালী প্রেস ক্লাবের সদস্য জিকুর উল্লাহ জিকু পরিচালনায় কোরআন তেলওয়াত শেষে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক আশিষ কুমার দে, এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহেশখালী থানার তদন্ত ওসি তাজ উদ্দিন, মহেশখালী প্রেস ক্লাবের সদস্য জাহেদ সরওয়ার, মহেশখালী থানার সাব ইন্সপেক্টর আসাদুর রহমান, মহেশখালী প্রেস ক্লাবের সহ-সভাপতি ছৈয়দ মোস্তফা আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আবু তাহের, সাংগঠনিক সম্পাদক এম তারেক রহমান, অর্থ সম্পাদক মকসুদুর রহমান, দপ্তর- প্রচার সম্পাদক আব্দুর রশিদ, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ফারুক ইকবাল, এস এম রুবেল, মহেশখালী প্রেস ক্লাবের সদস্য বদরুন্নেছা সুখি, কাইছার হামিদ, এইচ এম নুরুল করিম, সেলিম উল্লাহ ও দৈনিক কক্সবাজার সাংবাদের প্রতিনিধি শাহাব উদ্দিন সিকদার ও আরফাত’সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে দৈনিক ইত্তেফাক পত্রিকার রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে দৈনিক ইত্তেফাক আজও এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পাঠকের কাছে সমাদৃত হয়ে আছে।
আলোচনা সভার পর ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে আয়োজন সমাপ্ত করেন।