
- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ ডিসেম্বর মঙ্গলবার রংপুরে আসছেন। এটি দলীয় ফোরাম থেকে নিশ্চিত করা হয়েছে। আজ ২৬ ডিসেম্বর সকাল ১১টায় তারাগঞ্জ উপজেলা কলেজ মাঠে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের আওয়ামী লীগের দলীয় নৌকা মার্কার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক ডিউক চৌধুরীর নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর ভাষন শেষে প্রধানমন্ত্রী তার শ্বশুরবাড়ি পীরগন্জ সদরের জয়সদনে অবস্থান করবেন এবং সেখানেই দুপুরের খাবার খাবেন।এরপর বিকেল ৩টায় রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় নৌকা মার্কার প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা ভ্যানুতে উল্লেখ থাকলেও মঙ্গলবার সকাল ১১টায় জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী রাশেক রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন মিঠাপুকুরের আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীগন।
উল্লেখ্য, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২০১৮ সালের ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ওই দু’টি আসনের নির্বাচনী জসভায় বক্তব্য দিয়েছিলেন। সে সময় তিনি পীরগঞ্জে শ্বশুরবাড়িও যান। চলতি বছরের ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় যোগ দিলেও সেদিন পীরগঞ্জে যাননি প্রধানমন্ত্রী। পাঁচ বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে আবারো শ্বশুরবাড়ি আসার খবরে নেতাকর্মী সহ বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে।