কক্সবাজার প্রতিনিধি: ঢাকার উদ্দ্যেশ্যে একযোগে সশব্দে উড়ে গেলো ২ হাজার ২০০ কবুতর। তিনটি ট্রাকে রাখা সারিসারি কবুতরের খাঁচায় থাকা কবুতর গুলোর খাচার মুখ খোলা ও সংকেত পাওয়া মাত্রই যেন যন্ত্রচালিত রোবটের মতোই একসারিতে খাঁচা থেকে বেরিয়ে আকাশে উড়াল দিল।
কক্সবাজার পর্যটন শৈবাল মাঠে এমন অনন্য সাধারণ দৃশ্যই দেখা গেলো বুধবার সকালে। এলায়েন্স রেসিং পিজিয়ন ক্লাব,ঢাকার আয়োজনে এই ভিন্নধর্মী কবুতর দৌড় অনুষ্ঠিত হয়। ঢাকার ৪টি প্রখ্যাত রেসিং পিজিওন ক্লাবের সদস্যদের পালন করা বিশেষ প্রজাতির এই রেসিং কবুতরগুলো দীর্ঘদিনের প্রশিক্ষণ ও পরিচর্যায় এরকম লম্বা দৌড়ের জন্য প্রস্তুত হয় কবুতরগুলো।
আয়োজকরা জানান, এই রেসে কবুতরগুলো একযোগে উড়ে যাবে ঢাকায় তাদের ক্লাবের দিকে। কবুতরগুলোর পায়ে বাঁধা আছে বিচারকদের গোপন কোড। সেই কোডগুলো নিয়েই যে মালিকের কবুতর সবার আগে গন্তব্যে পৌঁছাবে, তাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার এমনটাই জানান আয়োজকরা।