সাভারে অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ভ্যালী অর্গানাইজেশন।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে পৌরসভার জামসিং জয়পাড়া এলাকায় প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা।
ভ্যালী অর্গানাইজেশনের সভাপতি শেখ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভ্যালী অর্গানাইজেশনের সকল সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।