নুর আলম সিদ্দিকী মানু: ঢাকা জেলার সাভার মডেল থানা পুলিশ এক ছিনতাইকারীকে আটক সহ সিন্তাই হওয়া সেই মিশুক গাড়িটি উদ্ধার করেছে।
থানা পুলিশের দেওয়া তথ্য মতে জানা যায় গত ১৫/০১/২০২৪ ইং তারিখ অনুমান ১৫.০০ ঘটিকায় আব্দুল করিম (৫৩), পিতা-মৃত ওসমান, মাতা-মৃত আমেনা, সাং-পায়রা রাজীবপুর, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-এ/৫২, বিনোদবাইদ, আড়াপাড়া, রুবেল এর বাড়ি, থানা-সাভার, জেলা-ঢাকা মিশুকগাড়ী ভাড়ায় চালানোর জন্য বাহির হয়। অনুমান ১৯.৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন ছায়াবিথী আমতলা এলাকার রাস্তার উপর অবস্থান কালে অজ্ঞাতনামা ২ জন দুস্কৃতিকারী জামসিং যাওয়ার উদ্দেশ্যে ভাড়ায় উঠে। জামসিং চৌরাস্তায় পৌছালে সেখান হতে দুস্কৃতিকারী ২জনের পরিচিত বলে আরোও একজন দুস্কৃতিকারী মিশুকগাড়িতে উঠে এবং জামসিং সোলেমান মার্কেটের পূর্বে পুকুর পাড় নিয়ে যেতে বলে। সেখান পৌছালে অজ্ঞাতনামা ০৩ জন দুস্কৃতিকারী মিশুক চালক আব্দুল করিম এর মাথায়, কপালে ও ডান চোখের উপরে আঘাত করিয়া মিশুকগাড়িটি ছিনাইয়া নিয়ে যায়। অফিসার ইনচার্জ ঘটনার বিষয়ে সাভার মডেল থানার মামলা নং-২৭, তাং-১৬/০১/২০২৪, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু করেন। মামলাটি তদন্তের জন্য এসআই (নিঃ) মোঃ মজিবুর রহমান ভূইয়া এর উপর তদন্তভার অর্পন করা হয়।
এসআই (নিঃ) মোঃ মজিবুর রহমান ভূইয়া বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য উপাত্ত ও বিশ্লেষণ করিয়া আসামী মোঃ সাগর মিয়া (২২), পিতা-মোহাম্মদ আলী, মাতা-নাছিমা বেগম, সাং-৪৭/এ, রেডিও কলোনী, ভাটপাড়া, থানা-সাভার, জেলা-ঢাকা-কে সনাক্ত পূর্বক গ্রেফতার করে। বাদীর আব্দুল করিম এর ছিনাইয়া নেওয়া মিশুক গাড়িটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত- একটি পুরাতন তিন চাকা বিশিষ্ট বাটারী চালিত নীল রংয়ের মিশুক গাড়ি। যাহার মূল্য অনুমান ৮০,০০০/- (আশি হাজার) টাকা।
আসামীর নাম-ঠিকানা- মোঃ সাগর মিয়া (২২), পিতা-মোহাম্মদ আলী, মাতা-নাছিমা বেগম, সাং-৪৭/এ, রেডিও কলোনী, ভাটপাড়া, থানা-সাভার, জেলা-ঢাকা। আসামীর পিসিপিআর- আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় ০২ টি মাদক মামলা সহ ০১ টি দস্যুতা মামলা রয়েছে।