গাজীপুর হাইওয়ে রিজিয়নের সাভার হাইওয়ে থানার উদ্যোগে দূর্ঘটনা রোধে ওপেন হাউজ ডে পালিত।
সাভার হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ শেখ আবুল হাসান এর সভাপতিত্বে বাস ট্রাক মালিক, শ্রমিক ও স্হানীয় গনমান্য ব্যাক্তিদের নিয়ে ওপেন হাউস ডে পালিত হয়। আলোচনায় হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ নিয়ে আলোচনা করা হয়। ট্রাফিক আইন সম্পর্কে নির্দেশনা দেয়া হয়। মহাসড়কে বেপরোয়া যানবাহন না চালানোর জন্য বলা হয়।
সাভার হাইওয়ে থানায় আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে সাভার হাইওয়ে থানা প্রাঙ্গণে আয়োজিত ওপেন হাউজ-ডে তে বক্তব্য রাখেন সাভার হাইওয়ে থানা’র অফিসার ইনচার্জ শেখ আবুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রমিক নেতারা।
আলোচনায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় চালক, শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারন উপস্থিত ছিলেন।